সোমবার ৮ নভেম্বর ২০২১ - ১৫:০৬
মসজিদের দেয়ালে ইসলাম বিরোধী স্লোগান

হাওজা / ফ্রান্সে শনিবার রাতে অজ্ঞাত ইসলাম বিরোধী ব্যক্তিরা তিনটি মসজিদের দেয়ালে ইসলাম বিরোধী স্লোগান লিখেছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতে ফ্রান্সে ইসলামোফোবিয়া তীব্রভাবে বেড়েছে। তুর্কি ভিত্তিক ধর্মীয় ইউনিয়ন 'ডিআইটিআইবি' রবিবার বলেছে যে ফ্রান্সের মন্টলেবন Montlebon, Pontarlier এবং রুবাইক্সের Roubaix  তিনটি মসজিদের দেয়ালে ইসলাম বিরোধী স্লোগান লেখা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে অজ্ঞাত ইসলামবিরোধী ব্যক্তিরা তিনটি মসজিদের দেয়ালে ইসলামবিরোধী স্লোগান লেখে।

ফরাসি সরকার ইসলামবিরোধী অবস্থান নেওয়ার পর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চরমপন্থা প্রচারের অজুহাতে আরও ছয়টি মসজিদ ও আরও কয়েকটি ধর্মীয় প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছিলেন। ফরাসি সরকারের এসব পদক্ষেপ দেশে-বিদেশে ব্যাপকভাবে নিন্দিত হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha